নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা: শেরপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের মাঝে শিক্ষা, চিকিৎসা, কন্যা বিবাহ এবং এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
১১ ডিসেম্বর (বুধবার) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মো. ছাদেক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার প্রশাসক (উপসচিব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান।
সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশাসন ও সমিতির অন্যান্য কর্মকর্তাগণসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। ওইদিন সমিতির কেন্দ্রীয় বরাদ্দের ৬ লাখ ৬১ হাজার টাকার বিপরীতে শিক্ষা, চিকিৎসা, কন্যাবিবাহ ও সাধারণ খাতে ৬২ জন সুবিধাভোগীর মাঝে ৮ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।