Search
Close this search box.

শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

doinikjamalpurbarta

রেজাউল করিম রাজু, শেরপুর :

“মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ” এ প্রতিপাদ্য নিয়ে শেরপুরে ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে ১ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক এ, টি, এম আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রাজীব-উল-আহসান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুল মোতালেব মিয়া।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান, ডা. তামান্না তানজিম, পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল ওয়াহেদ, জেলা সমাজসেবা প্রতিবন্ধী কর্মকর্তা হোসনে আরা, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ মোঃ ইকবাল মিঞা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমিতির সভাপতি আবুল কাশেম, জাতীয় সাংবাদিক সংস্থা সহকারি মহাসচিব জিএইচ হান্নান প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় এনজিও কর্মকর্তা, প্রবীণ হিতৈষী সংঘের সদস্যগণ ও শেরপুর সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ