Search
Close this search box.

শেরপুরে ডিম,মুরগী ও কাঁচাবাজারে টাস্কফোর্সের অভিযানে ১১ ব্যবসায়ীকে জরিমানা

doinikjamalpurbarta

শেরপুর জেলা প্রতিনিধি: দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির মাধ্যমে শেরপুরে বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। ১৬ অক্টোবর (বুধবার) বিকালে শহরের স্টেডিয়াম কাঁচাবাজার এবং ঝিনাইগাতী উপজেলার কাঁচা বাজার এলাকায় ডিম, মুরগী, মরিচ, শসাসহ সবজীর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুইটি বাজারের ১১ দোকানীকে বিভিন্ন অপরাধে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

জেলা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আরিফুল ইসলাম সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঝিনাইগাতী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান পরিচালনা করেন।

সে সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মুনাফা অর্জন, ক্রয় রশিদ সংরক্ষণ না করা ইত্যাদি অপরাধের জন্য ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনটি মামলায় ৭ হাজার ৫০০ টাকা জমিানা আদায় করা হয়। সে সময় ২ ব্যবসায়ীকে জরিমানা করা ছাড়াও অন্যদেরকে এসব বিষয়ে সচেতন ও সতর্ক করা হয়।

একই সঙ্গে সহকারী কমিশনার (ভূমি) অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মুনাফা অর্জন, ক্রয় রশিদ সংরক্ষণ না করাসহ বিভিন্ন অপরাধে ছয়টি মামলায় মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন। এদিকে, শেরপুর সদর উপজেলার স্টেডিয়াম কাঁচাবাজারে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় সতর্কতামূলকভাবে দুই ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা এবং একজন কাঁচা মরিচ বিক্রেতাকে ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

 

অভিযানে জেলা কৃষি বিপনন কর্মকর্তা, খাদ্যগুদাম কর্মকর্তা, ক্যাব প্রতিনিধি এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

মোট তদারকিকৃত বাজার দুটিতে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি, পণ্য দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন ও পাকা রশিদ প্রদান এবং ক্রয় রশিদ সংরক্ষণ নিশ্চিত করার জন্য বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের অনুরোধ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে তারা জানিয়েছেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ