শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার পৌর শহরের কসবা কাঠঘর মোগলপাড়া মহল্লার এক বাড়িতে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও ব্যবহৃত আসবাবপত্র তছনছ করে চোর চক্র আরও স্বর্ণালংকার খোজাখুজি করে।
গত ২১ নভেম্বর (বৃহস্পতিবার) আনুমানিক সকাল সাড়ে ১০টায় শেরপুর পৌর শহরের কসবা কাঠঘর মোগলপাড়া হাতেম মিয়ার ছেলে আবু রাশেদের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় রাশেদ বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী পরিবারের সকলেই রাশেদের বাবাকে একা বাসায় রেখে যার যার কাজে বাড়ির বাইরে চলে যায়। পরে তার বাবার ব্যক্তিগত প্রয়োজনে ঘরে তালা দিয়ে শহরে চলে যান। পরে বাদীর ছোট ভাই আনুমানিক পৌনে ১২ টার দিকে বাসায় এসে দেখতে পায় ঘরের তালা ভাঙ্গা ও দরজা খোলা এবং আসবাবপত্র লণ্ডভণ্ড হয়ে আছে। এছাড়াও ড্রেসিং টেবিলের ড্রয়ারের তালা ভাঙ্গা ও ড্রয়ার খোলা। তাৎক্ষনিক বাড়ীর সবাইকে মোবাইল ফোনে জানালে সবাই ঘটনাস্থলে চলে আসেন। ওই সময় সকলের উপস্থিতিতে আমরা দেখতে পায় ড্রেসিং টেবিলের ড্রয়ারে থাকা ৫ ভরি স্বর্ণালংকার সহ নগদ ১,২০,০০০ টাকা চুরি সহ ঘরের অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করেছে।
অভিযোগের তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেন বলেন, বাদী ঘটনার দিন সন্ধ্যায় থানায় অভিযোগ দায়ের করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম স্যারের নির্দেশনায় তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।