শেরপুরে পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

doinikjamalpurbarta

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা এবং সড়ক দূর্ঘটনা প্রতিরোধকল্পে চালক ও হেলপারদের নিয়ে জেলা ট্রাফিক পুলিশ বিভাগের উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৯ শে ডিসেম্বর (রোববার) সকাল ১১টায় শেরপুর অষ্টমীতলা আন্তঃজেলা পৌর বাস টার্মিনাল সম্মেলন কক্ষে টিআই (প্রশাসন) মোহাম্মদ সোহেল রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

কর্মশালায় তিনি চালক ও হেলপারদের সবসময় সতর্ক থেকে গাড়ি চালানো, অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, ওভারটেকিং এড়িয়ে চলা ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা।

যাত্রী, চালক ও পথচারীরা যাতে কোনো ধরনের দূর্ঘটনার শিকার না হয় সে বিষয়ে লক্ষ্য রাখাসহ ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্স ছাড়া গাড়ি না চালানোর জন্য নিরুৎসাহিত করা হয়।

এছাড়াও যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, সিনিয়র সাংবাদিক কাকন রেজা, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, জেলার বিভিন্ন পরিবহনের মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ