Search
Close this search box.

শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরে খাবার পৌঁছে দিলো শিক্ষার্থীরা

doinikjamalpurbarta

শেরপুর জেলা প্রতিনিধি: মানুষ মানুষের জন্য। আর্ত মানবতার ডাকে সারা দিয়ে শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দিল শ্রীবরদী সরকারি কলেজের শিক্ষার্থীরা ।

গত চার দিন যাবৎ জেলার বন্যাদুর্গত এলাকাগুলোর বিভিন্ন স্থানে বানবাসিদের হাতে খাদ্য দ্রব্য পৌঁছে দিয়েছে শিক্ষার্থীরা।

জানা গেছে, গেল সপ্তাহে উজানের পাহাড়ি ঢলে শেরপুর জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী, নকলা ও নালিতাবাড়ী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এসব এলাকার মানুষ। নষ্ট হয়েছে ঘরবাড়ি, আবাদি জমি, ক্ষেতের ফসল। ভেঙে গিয়েছে রাস্তাঘাট, ব্রীজ কালবার্ট ইত্যাদি।

দেশের মানুষের এমন দুর্যোগ মূহুর্তে বসে থাকেনি শ্রীবরদী সরকারি কলেজের শিক্ষার্থীরা । তারা তাদের সামর্থ্য অনুযায়ী যোগান নিয়ে হাজির হয়েছেন বন্যার্তদের মাঝে। ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকায় বানভাসিদের মাঝে চিড়া, মুড়ি, গুড়, টোস বিস্কিট, খাবার স্যালাইন, নাপা সিরাপ, মেট্রো ট্যাবলেট, জয়া, ২ লিটার পানি, মম ও গ্যাস লাইট পৌঁছে দিয়েছেন হাতে হাতে।

 

ত্রাণ বিতরণ কার্যক্রমে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ইসমাইলের নেতৃত্বে শাকিল, তারিফ,ছামিউল, আকাশ, মাসুদ, রমজান, ইদ্রিস সহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ