শেরপুরে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

doinikjamalpurbarta

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া গ্রামে ২ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- ওই এলাকার সুলতান মিয়ার ছেলে মাহিন মিয়া (৬) এবং মনোয়ার হোসেনের ছেলে জুনায়েদ হোসেন (৫)। স্থানীয় কামারিয়া ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, শিশু মাহিন ও জুনায়েদ হোসেন বিকেলে খেলতে যায়। পরে আর বাড়ি ফিরে আসেনি। সন্ধ্যার পর অভিভাবকরা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের ওই পুকুরে নেমে শিশু দুটির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে খেলতে এসে ওই পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তারা মারা যায়।

 

শেরপুর সদর থানায় এ ব্যাপারে যোগাযোগ করা হলে তারা বলে মোবাইলে ফোন করে পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনাটি জানিয়েছেন। তবে কোন অভিযোগ থানায় আসেনি। বিষয়টি খোঁজ খবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ