নিজস্ব প্রতিনিধি, শেরপুর :
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মোস্তফা (৪৫) নামে এক কৃষককের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা উপজেলার নলকুড়া ইউনিয়নের উত্তর ভারুয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে এবং তিন সন্তানের জনক। পুলিশ খবর পেয়ে সকালে নিহতের মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্যে শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে নিহত মোস্তফা, তার স্ত্রী আরমিনা এবং তার ভাই মোজাহারের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে মোস্তফা দা দিয়ে তার ভাই মোজাহারের ঘরের বেড়া কেটে দেয়। এর জের ধরে মোস্তফার স্ত্রী আরমিনা রাগ করে তার তিন সন্তান নিয়ে বুধবার বিকেলে শেরপুর সদরের কামারেরচর বাবার বাড়ীতে চলে যায়। এদিকে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে মোস্তফাকে তার নিজ বসত ঘরের ধর্ণায় ফাঁসিতে ঝুঁলে থাকা অবস্থায় পাওয়া যায়। (মোস্তফা )নিহতের পিঠে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে । ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে মোস্তফাকে হত্যা করার পর ফাঁসিতে ঝুঁলিয়ে রাখা হয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা জানা যাবে। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।