শেরপুরে সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

doinikjamalpurbarta

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে তারুণ্যের উৎসব উৎযাপন উপলক্ষে ১৩ জানুয়ারী (সোমবার) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাইদ মোঃকামারুজ্জামান (এন ডি সি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ তোফায়েল আহমেদ, ডিডি এলজি শেরপুর।

কর্মশালায় অতিথিদের বক্তব্যে সাইবার নিরাপত্তা বিষয়ক নানা বক্তব্য উঠে আসে, সাইবার বুলিং হতে সুরক্ষা , ডিজিটাল ডিভাইসের নিরাপদ ব্যবহার, অনলাইন ইন্টারনেটের নিরাপত্তা, সামাজিক যোগাযোগমাধ্যমের অযাচিত ব্যবহার সহ সাইবার নিরাপত্তার জন্য উত্তম চর্চাসমুহ নিয়ে নানা বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ