শেরপুরে ১০ম গ্রেডের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন।

doinikjamalpurbarta

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবির বিপরীতে ষড়যন্ত্রমূলক সহকারি প্রধান শিক্ষক পদ সৃজনের বিরুদ্ধে শেরপুর-ঢাকা মহাসড়কের পার্শ্বে পিটিআই এর সম্মুখে ২৩ অক্টোবর (বুধবার) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এক প্রতিবাদ সমাবেশ করেছে সহকারি শিক্ষকগণ।

শেরপুর পিটিআই ১০ম গ্রেড বাস্তবায়ন কমিটির আয়োজনে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করা শিক্ষকগণ তাদের দাবি অনুযায়ী সহকারি প্রধান শিক্ষক পদ বাতিল এবং অবিলম্বে বর্তমান ১৩ তম গ্রেড থেকে ১০ম গ্রেড বাস্তবায়ন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক সু-দৃষ্টি দেয়ার আহ্বান জানান। এছাড়াও গত ১৬ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ৯৫৭২টি সহকারি প্রধান শিক্ষকপদ সৃজনের প্রতিবাদে তারা বুধবার সারাদেশের ন্যায় একযোগে ৬৭টি পিটিআই সম্মুখে ১০ম গ্রেডের দাবিতে এবং সহকারি প্রধান শিক্ষক পদ বাতিলের দাবি জানান তারা।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার নির্বাহী সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনার, মিডিয়া সম্পাদক মিজানুর রহমান, বাগল গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এমদাদুল হক, সহকারি শিক্ষক হারুন অর রশিদ ও সাইফুল মানিক প্রমুখ।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ