শ্রীবরদীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

doinikjamalpurbarta

শেরপুর জেলা প্রতিনিধি:  শেরপুরের শ্রীবরদীতে বীর মুক্তিযোদ্ধা, কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ৩ নভেম্বর (রবিবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে ঐ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভায় বক্তারা জেলা প্রশাসকের নিকট উপজেলার বিভিন্ন উন্নয়ন, সম্ভবনা, সমস্যা সহ বিভিন্ন দিক তুলে ধরেন এবং সমাধান প্রত্যাশা করেন। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আলিফ উল্লাহ আহসান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, বাংলাদেশ জামায়াত ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি নুরুজ্জামান বাদল, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, বীর মুক্তিযোদ্ধা শরাফত আলী, তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবরিনা আফরিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান, উপজেলা জামায়াতের আমির আজহারুল ইসলাম মিষ্টার, ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীবরদী শাখার সভাপতি মাওলানা মো. নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন প্রমুখ।

এসময় সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক, থানা অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা চত্বরে টেনিস কোর্ট উদ্বোধন ও সীমান্তের রাজার পাহাড়, সোনাঝুরির মতো সম্ভাবনাময় পর্যটন স্পটগুলো পরিদর্শন করেন। এছাড়াও ভূমি অফিস, বিদ্যালয় ও স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ