Search
Close this search box.

শ্রীবরদীতে নার্স ও মিডওয়াইফারিদের কর্ম বিরতি।

doinikjamalpurbarta

 

রেজাউল করিম রাজু, শেরপুর প্রতিনিধি:এক দফা দাবি আদায়ের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে কর্ম বিরতি পালন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও মিডওয়াইফরা। বুধবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আয়োজনে কর্ম বিরতি পালন করা হয়। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণ পূর্বক উক্ত পদগুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ ও যোগ্য নার্স কর্মকর্তাদের পদোন্নতির মাধ্যমে পদায়নের ১ দফা দাবিতে তারা এই কর্ম বিরতি পালন করেন। এসময উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বক্তব্য রাখেন শেরপুর সিভিল সার্জন কার্যালয়ের সহকারী জেলা পাবলিক হেলথ নার্স মো. শাহিনুর ইসলাম, সংস্কার পরিষদের সদস্য নার্সিং সুপারভাইজার রহিমা খাতুন, সিনিয়র স্টাফ নার্স ব্রিথি, লুৎফা জান্নাত সুমা, রুমানা তিব্রু, ইসমতারা মুক্তা, মিডওয়াইফ অন্তরা আক্তার চম্পা। বক্তারা বলেন, আমরা কর্ম বিরতি পালন করলেও জুরুরী সেবা চালু রেখেছি। আমাদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য দক্ষ, উচ্চ শিক্ষিত নার্সদের পদোন্নতির মাধ্যমে পদায়ন দিতে হবে। আমাদের ১ দফা দাবি না মানলে সামনে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
কর্ম বিরতিতে সংস্কার পরিষদের সদস্য নার্স খাদিজা, বিউটি, তৃষ্ণা চাম্বুগং, কামরুন্নাহার, মুক্তামালা, সুমাইয়া মুমিন, সুমি আক্তার, সরস্বতি রানী ঘোষ, জান্নাতুল ফেরদৌসী, মিডওয়াইফ মাসুদা খাতুন, শারমিন আক্তার প্রমুখ।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ