শ্রীবরদীতে পৌর বিএনপির সভাপতি অকুল চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে ৫ শতাধিক ঈদ সামগ্রী বিতরণ

doinikjamalpurbarta

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি :

মুসলমানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রীবরদী পৌর এলাকায় বসবাসরত ৫ শতাধিক দরিদ্র মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেছেন শ্রীবরদী পৌর বিএনপি’র সভাপতি ও শ্রীবরদী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মো: ফজলুল হক চৌধুরী অকুল।

নিজস্ব অর্থায়নে গত শুক্রবার ও শনিবার দিনব্যাপী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম মহল্লায় গিয়ে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে দরিদ্র জনগোষ্ঠীদের মাঝে ঈদের উপহার সামগ্রী তুলে দেন সাবেক ছাত্রদল নেতা ও শেরপুর জেলা বিএনপি’র অন্যতম নেতা ফজলুল হক চৌধুরী অকুল।

ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই চিনি, দুধ সহ খাদ্য সামগ্রী। পৌর এলাকার উত্তর শ্রীবরদী গ্রামের বাসিন্দা গাজীউর রহমান গাজী বলেন, আত্ম মানবতার সেবায় ঈদ উপলক্ষে আমাদের মাঝে ঈদ সামগ্রী নিয়ে এসেছেন অকুল চৌধুরী। তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।

কলাকান্দা গ্রামের বাসিন্দা ইউসুফ আলী বলেন, যেকোনো সমস্যাই আমাদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেন অকুল চৌধুরী।

এ প্রসঙ্গে ফজলুল হক চৌধুরী অকুল বলেন, আমি পৌর এলাকার সন্তান, এ মাটিতেই শৈশব থেকে আমার বেড়ে ওঠা। ছাত্র জীবন থেকেই মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করি। ঈদ উপলক্ষে আমার সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগত উদ্যোগে পৌর এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আমার এই সামান্য উপহার।

তিনি বলেন, “বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে নিজের বাড়িতে ঈদ করার ভাগ্য হয়নি আমাদের।

হাসিনার পুলিশ বাহিনী আমাদের বাড়ি ঘরে থাকতে দেয়নি। ফলে শত ইচ্ছা থাকার পরও ঈদ উপলক্ষে পৌরসভা বাসীর জন্য বিগত সময়ে বেশি কিছু করতে পারেনি। ৫ ই আগস্ট শেখ হাসিনার পতনের পর মুক্ত মনে এবার আমরা ঈদ উদযাপন করছি”।

তিনি আরো বলেন,“ ঈদ উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের জন্য দোয়া কামনা করছি সকলের কাছে”।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ