রেজাউল করিম রাজু, শেরপুর প্রতিনিধি :
ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের পানিতে সৃষ্ট আকস্মিক বন্যায় শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা, রানীশিমুল ও কাকিলাকুড়া ইউনিয়নের পানিবন্দি ৫ শত গ্রামবাসীর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
৫ ই অক্টোবর শনিবার দিনব্যাপী সিংগাবরুনা, রানীশিমুল ও কাকিলাকুড়া ইউনিয়নের একাংশে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
এ সময় অন্যান্যদের মাঝে সহকারী কমিশনার (ভূমি) জনাব মিজ পায়রা চৌধুরী, অফিসার ইনচার্জ জনাব আনোয়ার জাহিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী জনাব মো. মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জনাব মো. আমির হোসেনসহ সংশ্লিষ্ট ইউপি সদস্যগণ।
উল্লেখ্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ১ কেজি চিড়া, ১ কেজি মুড়ি ও গুড় বিতরণ করা হয়।