শেরপুর জেলা প্রতিনিধি: ‘সুস্থ বিনোদন, সুস্থ জীবন’ এ শ্লোগানে শেরপুরের শ্রীবরদীতে জমকালো আয়োজনে শুরু হয়েছে ব্যারিস্টার কাপ শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২।
শ্রীবরদী গ্রীণ সিটি ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার রাতে শ্রীবরদী এপিপিআই মাঠ প্রাঙ্গণে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় শেরপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মাহমুদুল হক রুবেল প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি খেলার শুভ উদ্বোধন করেন।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপি’র সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক ফজলুল হক চৌধুরী অকুল, সাবেক যুগ্ম আহবায়ক এস এম সোহান, লোকাল বয়েজের কর্ণধার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক এ জেড রুমান, সাবেক ছাত্রদল নেতা ইখলাছুর রহমান লিটন।
এ সময় অন্যান্যদের মধ্যে সাবেক ছাত্রনেতা তাহাজুল ইসলাম, ফজলুল করিম লাকি, রিপন, শাহাবদ্দীন, হাফেজ মাসুদুর রহমান মাসুদ, মাই টিভির শেরপুর প্রতিনিধি তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, সাংবাদিক জাকির হোসেন, আমেরিকা প্রবাসী জিয়া, আয়োজক কমিটির অন্যতম সদস্য জাকির, উমান, সাইফুল, রায়হান, সুমন, রোকন, ইতি, শ্রীবরদী উপজেলার গর্বিত সন্তান ব্যারিস্টার শাহাদত হোসেন জিকো সহ অনেকেই উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় শ্রীবরদী এপিপিআই লিজেন্ড একাদশকে ১০ উইকেটে হারিয়ে জয়ী হয় টিএনটি বয়েজ একাদশ। ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত মোট ৬ দিনব্যাপি খেলায় ১০টি দলের অংশগ্রহণে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে ৮ ওভারের খেলায় প্রতিদলে ৮ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করবে। আর চ্যাম্পিয়নরা ট্রফি, গাছ, বই ও নগদ টাকা পাবেন।