শ্রীবরদীর ঝগড়ারচরে ডাঃ সেরাজুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

doinikjamalpurbarta

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচরে ডাঃ সেরাজুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

২৫ শে অক্টোবর (শুক্রবার) বিকেলে ঝগড়ার চর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ভেলুয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট চিকিৎসক মরহুম ডাঃ সেরাজুল হক সাহেবের জ্যেষ্ঠ পুত্র শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল। ভেলুয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও ভেলুয়া ইউনিয়ন পরিষদের সাবেক বারবার নির্বাচিত ইউপি সদস্য মো. আলফাজ উদ্দিন মেম্বারের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেলুয়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহব্বায়ক আপেল মাহমুদ, সদস্য সচিব রোকনুজ্জামান। এ সময় অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা বিএনপির যুগ্ম সংগঠনিক সম্পাদক মাহফুজুল হক মোল্লা,
শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক এডভোকেট রেজুয়ান উল্লাহ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকলাছুর রহমান লিটন, মাই টিভির শেরপুর জেলা প্রতিনিধি তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, ভেলুয়া ইউনিয়ন ছাত্রদলের নেতা সাদ্দাম হোসেন, মাসুদ রানা, খলিল হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ফুটবল প্রেমি দর্শকরা উপস্থিত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ