শ্রীবরদীর সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে ওসি আনোয়ার জাহিদের নিরলস প্রচেষ্টা অব্যাহত

doinikjamalpurbarta

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়নে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বাংলাদেশ পুলিশের চৌকস সাহসী পুলিশ কর্মকর্তা অফিসার ইনচার্জ( ওসি) আনোয়ার জাহিদ।

ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার পতনের পর তিনি সীমান্তবর্তী শ্রীবরদী থানার ওসি হিসেবে যোগদান করেন। যোগদানের পরই উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়নের স্বার্থে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এর আগে তিনি সুনামগঞ্জ জেলার বিশেষ শাখার (ডিএসবি)পরিদর্শক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন । ওসি হিসেবে শ্রীবরদী থানায় তার প্রথম কর্মস্থল।

বর্ণাঢ্য চাকুরি জীবনে তিনি সফলতার সাথে চাকরি করে গেছেন। বিগত সময়ে মাদক উদ্ধার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ,হত্যা মামলার আসামি গ্রেপ্তার করেন। অর্জন করেন সফলতার পুরস্কার। শ্রীবরদীতে যোগদানের পরই মাদক, জুয়া, চোরাচালান সহ অপরাধ নির্মুলে তিনি নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। থানায় আগত সেবা প্রার্থীরা সহজেই আইনগত বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা পাচ্ছেন পুলিশ সদস্যদের কাছ থেকে। থানায় আগত সেবা প্রার্থীরা সহজেই ওসি আনোয়ার জাহিদের সাথে দেখা করতে পারছেন। খুলে বলতে পারছেন তাদের সমস্যার কথা। জরুরী ভিত্তিতেই সমাধান হচ্ছে ভুক্তভোগীদের সমস্যার সমাধান।
ইভটিজিং, বাল্য বিয়ে বন্ধে তিনি সামাজিক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাজের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, অভিভাবক ও গনমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় অব্যাহত রেখেছেন। তার অক্লান্ত পরিশ্রমে সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়ে গেল খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন। এ বছর বড়দিন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢাকা ছিল সীমান্ত জনপদের গ্রামগুলো। গির্জাগুলোতে নেয়া হয়েছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে উপজেলার ৯ টি গির্জায় পালিত হয় শুভ বড়দিন।

পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু সুন্দরভাবে পালিত হয়েছে এ বছর। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল মন্দিরগুলোতে। গত কয়েক মাসে ওসি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে শ্রীবরদী উপজেলা বাসির মনের মনিকোঠায় স্থান করে নিয়েছেন ওসি আনোয়ার জাহিদ।
তার নেতৃত্বে সীমান্ত এলাকায় সম্প্রতি মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ মদের বোতল উদ্ধার করে পুলিশ। পাশাপাশি সীমান্তে চোরাচালান ও হুন্ডি ব্যবসা বন্ধে পুলিশের নিয়মিত চেকপোস্ট পরিচালনা করায় সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা অনেকটাই স্বাভাবিক রয়েছেন।

তিনি অত্র থানায় যোগদান করেই সোস নামধারী প্রতারকদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। ফলে সোস নামধারী প্রতারকরা আইনশৃঙ্খলা বাহিনীর নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষকে হয়রানি ও প্রতারণা করতে পারছে না। প্রায় প্রতিরাতেই তিনি পুলিশের টহল গাড়িতে রণ পাহাড়ায় নিয়োজিত থাকেন। স্থানীয় সচেতন মহলের মধ্যে ওসি হিসেবে গত কয়েক মাসে সফলতা অর্জন করেছেন ওসি আনোয়ার জাহিদ। তার মতো দক্ষ বিচক্ষণ ও সাহসী পুলিশ কর্মকর্তার নেতৃত্বে আগামী দিনে বদলে যাবে শ্রীবরদী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা চিত্র।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ