শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসারের বাবার মৃত্যু

doinikjamalpurbarta

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের পিতা বিশিষ্ট শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শেখ সলিম উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১১ই জানুয়ারি (শনিবার) রাত বারোটার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরহুমের প্রথম জানাজার নামাজ রাষ্ট্রীয় মর্যাদায় (রবিবার) সকাল ১০ ঘটিকার সময় শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহাম্মেদ।

পরে মরহুমের লাশ তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার খাতাপাড়া নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জনাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার আমিনুল ইসলাম, শ্রীবরদী উপজেলা সরকারি কমিশনার (ভূমি) নাহিদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এএসএম মফিদুল ইসলাম শেরপুর ৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ, শেরপুর জেলা জামায়েত ইসলামী বাংলাদেশের সেক্রেটারি নুরুজ্জামান বাদল, শ্রীবরদী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, দৈনিক তথ্যধারার সম্পাদক জাহাঙ্গীর আলম খান এটম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শ্রীবরদী উপজেলা ইউনিটের সভাপতি শাকের মুহম্মদ আব্দুল্লাহ দানা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রিন্স, শ্রীবরদী উপজেলা যুবদলের আহব্বায়ক আবু রায়হান মো আল বেরুনী, শ্রীবরদী প্রেসক্লাব সাধারণ সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা গভীর শোক প্রকাশ ও শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ