রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি :
“যত্রতত্র নোংরা ফেলবেন না, রোগ ব্যাধি ছড়াবে না” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও সচেতনতা বৃদ্ধি ক্যাম্পেইন।
১১ ই জানুয়ারী (শনিবার) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম মফিদুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় শ্রীবরদী সমাজ কল্যাণ ও রক্তদান সংস্থা কর্তৃক যৌথ আয়োজিত পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও সচেতনতা বৃদ্ধি ক্যাম্পেইনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অমিও জ্যোতি সাইফুল্লাহ, নার্স ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স বৃথি, নার্স সুপারভাইজার রহিমা বেগম, শিক্ষক কবি হাদিউল ইসলাম জুয়েল, শিক্ষক সাইদুর রহমান, ঠিকাদার আবু বক্কর সিদ্দিক, ইপিআই মুনতাসির আহমেদ, শ্রীবরদী সমাজ কল্যাণ ও রক্তদান সংস্থার সভাপতি সুলতান মাহমুদ সুমন, স্থায়ী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান, সদস্য রাব্বি, আলমগীর, মিল্লাত, বায়জিদ সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী, শ্রীবরদী সমাজ কল্যাণ ও রক্তদান সংস্থার সদস্য এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডাঃএএসএম মফিদুল ইসলাম বলেন, হাসপাতাল আমার, আপনার, আপামর জনতার তাই আমাদের হাসপাতাল কে সবসময় পরিষ্কার পরিছন্ন রাখা আমাদের দায়িত্ব। পরিবেশ সম্পর্কে আমাদের সকলকেই সচেতন হতে হবে।
ময়লা আবর্জনা, মল-মূত্র এবং কলকারখানার বর্জ্য যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। হাসপাতালে বিভিন্ন স্হানে থুতু, পানের পিক ফেলা থেকে বিরত থাকতে হবে। সপ্তাহের প্রতি শনিবার আমরা এ কর্মসূচি বাস্তবায়ন করবো।
সকলের উদ্দেশ্যে যারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সেবা নিতে আসেন তাদের প্রতি অনুরোধ রইলো