শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৬ নং শ্রীবরদী সদর ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২০ শে ডিসেম্বর (শুক্রবার) বিকেলে সদর ইউনিয়নের ধামাহাটা বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের নবগঠিত কমিটি সভাপতি মো. রাজু মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাইয়োদ মোহাম্মদ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জে এইচ জাহিদ হাসান, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্র অধিকার পরিষদের প্রচার সম্পাদক রনি মির্জা ও শ্রীবরদী উপজেলা শাখার সাধারন সম্পাদক রাকিবুল হাসান রুমান।
এসময় শ্রীবরদী সদর ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি বায়েজিদ হোসেন, সহ সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক হেফজুল বারীক হারানো, সংগঠনিক সম্পাদক সবুজ মিয়া সহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।