শ্রীবরদী সীমান্তে আদিবাসীদের মাঝে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

doinikjamalpurbarta

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি: পৌষের তীব্র শীত ও ঘন কুয়াশায় কাহিল সীমান্ত জনপদে বসবাসরত গ্রামবাসীদের জনজীবন। ভারতের মেঘালয়ের হিমেল বাতাস ও কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েই চলছে গারো পাহাড়ী এলাকাগুলোতে। গরম কাপড়ের চাহিদা বাড়ছে এসব পাহাড়ি এলাকায়।

শীত বস্ত্রের অভাবে হত দরিদ্র জনগোষ্ঠীর আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা অনেক কষ্টে দিনাপাত করছেন। আর শীতের কষ্ট লাঘব করতে শ্রীবরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে শীতের কম্বল। ৪ ই জানুয়ারি (শনিবার) বিকেলে সিংগাবরুনা ইউনিয়নের বাবেলা কোনা গ্রামের ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কার্যালয়ে শ্রীবরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হতদরিদ্র জনগোষ্ঠীর শতাধিক আদিবাসীদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহাম্মেদ আদিবাসীদের হাতে শীতের কম্বল তুলে দেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মো:নাহিদুল হক, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের একাংশের চেয়ারম্যান সুশীল নকরেক, সেক্রেটারী তরুন আদিবাসী নেতা শোভন দালবত, আদিবাসী নেত্রী পাপিয়া রিছিল, উপজেলা পরিষদের সিএ কামারুজ্জামান আবু সহ আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ