শ্রীবরদী সীমান্তে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে সাবেক এমপি রুবেলের বড় দিনের শুভেচ্ছা বিনিময়

doinikjamalpurbarta

শেরপুর জেলা প্রতিনিধি: খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘ বড়দিন ২০২৪’ উপলক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের সীমান্ত জনপদের হারিয়াকোনা, বাবেলাকোনা, দাসিকোনা সহ পাহাড়ি গ্রামে বসবাসরত আদিবাসীদের সাথে বড়দিনের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন শেরপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মাহমুদুল হক রুবেল।

২৪ শে ডিসেম্বর মঙ্গলবার রাতে কনকনে শীত উপেক্ষা করে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে সীমান্ত জনপদের পাহাড়ি গ্রামগুলোতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সাথে শুভ বড়দিনের শুভেচ্ছা জানাতে যান সাবেক এমপি রুবেল।

পরে তিনি বাবেলাকোনা ব্যাপ্টিস্ট গির্জা ও হারিয়াকোনা ক্যাথলিক গির্জায় বড়দিনের শুভেচ্ছা ও কুশল মতবিনিময় করেন।

এ সময় উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা কৃষক দলের সভাপতি আবু হারিচ বাচ্চু, জেলা বিএনপি সাবেক সহ সংগঠনিক সম্পাদক মাহফুজুল হক মোল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম, সিংগাবরুনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো মোখলেসুর রহমান মেম্বার, সাধারণ সম্পাদক সোহাগ, স্থানীয় বিএনপি নেতা মাহবুবুর রহমান বিপ্লব, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন একাংশের চেয়ারম্যান মি সুশীল নকরেক, সাধারণ সম্পাদক মি শোভন দলবত, আদিবাসী নারী নেত্রী পাপিয়া রিছিল, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেবানুস মারাগ, সাধারণ সম্পাদক জীবন মং, গারো পাহাড়ী অঞ্চলের বর্ষিয়ান আদিবাসী নেতা মি এলিয় মৃ সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আদিবাসী সম্প্রদায়ের জনসাধারণ, গণমাধ্যম কর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ