সভাপতি আলহাজ্ব ডাঃ আহমদ আলী আকন্দ ও সাধারণ সম্পাদক হিসেবে আলহাজ্ব মোঃ আশরাফুল ইসলাম বুলবুল নব-নির্বাচিত হলেন।

doinikjamalpurbarta

জামালপুর

স্টাফ রিপোর্টার জামালপুর

জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ই আগস্ট (সোমবার) এশিয়ান ফুড ভিলেজ রেস্টুরেন্টে জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আল মদিনা হসপিটালের সও্বাধিকারী আলহাজ্ব ডাঃ আহমদ আলী আকন্দ সাহেব।
কোরআন তেলওয়াত করেন জনসেবা হাসাপাতালের চেয়ারম্যান মুফতি মোস্তফা কামাল।

সভার শুরুতে আলহাজ্ব ডাঃ আহমদ আলী আকন্দ বলেন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতার আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি।
সবকিছু’র মতো আমরাও সব নতুন করেই শুরু করবো।
স্বাস্থ্য সেবা উন্নতি সাধন করতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির মাধ্যমে কিভাবে কাজ করে এগিয়ে যাওয়া যায় তা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

হযরত শাহ্জামাল (রঃ) জেনারেল হাসপাতালের লিমিটেড’র প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও
বুলবুল জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ আশরাফুল ইসলাম বুলবুল বলেন আমরা সবাই মিলে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির মাধ্যমে কিভাবে স্বাস্থ্য সেবা মানুষের কাছে আরও দ্রুত ও উন্নত সেবা কিভাবে দেওয়া যায় সে বিষয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আমাদের এই কমিটি’র মাধ্যমে
বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সকল মালিকের সেবা করাই মূল লক্ষ্য।
যেসব হসপিটালে রোগীদের চিকিৎসা সেবা উন্নয়ন নেই আমরা খুবই দ্রুত সময়ের মধ্যে তথ্য আধুনিকচিকিৎসা ব্যবস্থা করব ইনশাআল্লাহ।

 

সাধারণ সভায় অংশ নিয়ে এম এ রশিদ হসপিটালের জিএম সিব্বির আহম্মেদ বলেন আমাদের পূর্বে একটি কমিটি ছিলো,কিন্তু সেটা বিলুপ্ত হওয়ায় পুনরায় কমিটির প্রয়োজন এবং সেটা ক্লিনিকের স্বার্থে নতুন একটি কমিটির প্রস্তাব করছি।

সেইসাথে আরও বলেন জনাব আশরাফুল ইসলাম বুলবুল সাহেব একজন পরিশ্রমী,সৎ নিষ্ঠাবান লড়াুক সৈনিক ।

তিনি ময়মনসিংহ বিভাগের বেসরকারি স্বাস্থ্য সেবায় সর্বোচ্চ প্রতিষ্ঠান হযরত শাহ্জামাল (রঃ) জেনারেল হাসপাতাল লিমিটেড’র প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দীর্ঘ ১৫ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি জামালপুর জেলার আধুনিক বেসরকারি হাসপাতালে পথ প্রদর্শক।

 

এ সময় সাধারণ সভায় জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে আলহাজ্ব ডাঃ আহমদ আলী আকন্দ ও সাধারণ সম্পাদক হিসেবে আলহাজ্ব মোঃ আশরাফুল ইসলাম বুলবুল,সহসভাপতি জিয়া হেলথ কমপ্লেক্স ডাঃ কাজী তারিকুল ইসলাম , এম এ রশিদ হাসপাতাল শিবর আহমেদ, ন্যাশনাল হাসপাতাল আব্দুল ওয়াহেদ হাসপাতাল মাহবুবুর মোহাব্বত।
সহ-সাধারণ সম্পাদক এভার গ্রিন হসপিটাল লিমিটেড আল মাসুম, বড় পীর আঃ কাদের জিলানী (রঃ) জেনারেল হাসপাতাল মাকসুদুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক অ্যাপোলো হাসপাতাল সাজেদুর রহমান চৌধুরী সাজু, সহ-সাংগঠনিক সম্পাদক বসুন্ধরা হাসপাতাল মেহেদী হাসান, কোষাধ্যক্ষ নিরাময় হাসপাতাল আমিনুল হক, প্রচার সম্পাদক জনতা হাসপাতাল শামীম আহমেদ, আপ্যায়ন সম্পাদক পিওর ল্যাব হাসপাতাল মনিরুজ্জামান মনি, সমাজকল্যাণ সম্পাদক জনসেবা হাসপাতাল মুফতি মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক মানব সেবা হাসপাতাল রফিকুল হাসান, কার্যকরী সদস্য মাজহারুল জেনারেল হাসপাতাল ডাঃ মাজহারুল ইসলাম।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ