Search
Close this search box.

সরিষাবাড়িতে ৫১তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

doinikjamalpurbarta

মোঃসিফাত সরিষাবাড়ী প্রতিনিধি, দৈনিক জামালপুর বার্তা :

সরিষাবাড়ীতে ৫১তম জাতীয় গ্রীষ্মকালীন আন্তঃ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে গ্রীস্মকালীন কাবাডি বালক ও বালিকা দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন ও উদ্বোধন করেন ৫১তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌকত জামিল শুভ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হোসেন, একাডেমিক সুপার ভাইজার এ টি এম রহুল আমিন বেগ,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন,সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সিফাত,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ উপজেলার আওতাধীন স্কুল, মাদ্রাসার প্রধান শিক্ষক ও স্বাস্থ্য-সুরক্ষা বিষয়ক শিক্ষকরা।
বালকদের কাবাডি খেলায় রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ২৫ পয়েন্ট এর ব্যবধানে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হন ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বালিকাদের প্রতিদ্বন্দ্বী দল না আসায় উপজেলা পর্যায়ে বিজয়ী ঘোষণা করেন খেলার মাঠে উপস্থিত থাকা সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়কে।উক্ত খেলাটি পরিচালনা করেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ আবুল কালাম আজাদ।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ