নিজস্ব প্রতিবেদক : ২৩ জুলাই ২০২৫ বুধবার সকাল সাড়ে দশটা জামালপুর সদর উপজেলা পরিষদ হল রুমে এডাব জামালপুর জেলা শাখা উদ্যোগে সাংবাদিকদের সাথে এনজিওদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তানভীর হায়দার।
সভাপতিত্ব করেন এডাপ জামালপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ এনামুল হক প্রধান নির্বাহী সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে), উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: নুরুল আমিন, বিভাগীয় সমন্বয়কারী, এডাব।
এডাপ কেন্দ্রীয় সচিবালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমাপিকা হালদার মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার, তাহমিনা বাশার নাজনীন প্রোগ্রাম অফিসার, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব এম এইচ মজনু মোল্লা নিবাহী সম্পাদক দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিন, সাংবাদিক মোখলেছুর রহমান লিখন, সাংবাদিক শাহ আলী বাচ্চু, দৈনিক সচেতন কন্ঠের সম্পাদক বজলুর রহমান, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন সম্পাদক রাশেদুর রহমান রাসেল,আরটিভির জেলা প্রতিনিধি সুজিত রায়, দৈনিক জামালপুর বার্তা ডটকম এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুল হাসান রিয়াদ, রফিকুল ইসলাম সরকার সাধারণ সম্পাদক জামালপুর জেলা শাখা এডাব, আবু বকর সিদ্দিক কোষাধ্যক্ষ এডাব। ছাইদা বেগম শ্যামা এডাব সদস্য অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।
অন্যান্যদের বক্তব্য রাখেন শামীমা বেগম রুবি, প্রাক্তন সহ সভাপতি শামীমা খান প্রমুখ। অনুষ্ঠানে কিনোট প্রেজেন্টেশন উপস্থাপন করেন নুরুল আমিন বিভাগীয় সমন্বয়কারী এডাব।