সাংবাদিক তুহিন হত্যাকারীদের শাস্তি নিশ্চিত ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

Md Mahabubur Rahman

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যাকারী এবং আরেক সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে হত্যা চেষ্টায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন কুড়িগ্রামের গণমাধ্যমকর্মীরা।

সোমবার (১১ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে কুড়িগ্রাম প্রেসক্লাবের ৬ সাংবাদিকের নামে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারসহ সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সমাজের দর্পণ হিসেবে সবসময় সাংবাদিকরা গণমানুষের জন্য কাজ করে যাচ্ছে। পেশাগত কারণে সত্য উদঘাটন করতে গিয়ে তাদের বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর রোষানলে পড়তে হচ্ছে। সারাদেশে গণমাধ্যমকর্মীদের ওপর চলমান হামলা, হয়রানি ও মিথ্যা মামলার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারের সঞ্চালনায় বক্তারা বলেন, ‘ গণমাধ্যমকর্মীদের নির্যাতন ও হত্যা কোনোভাবেই সহ্য করা হবে না। সাংবাদিক তুহিনকে হত্যাকারী এবং আনোয়ার হোসেন সৌরভকে হত্যা চেষ্টায় জড়িত সকলকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে। সেই সাথে ভবিষ্যতে কেউ যেন, এধরণের ঘটনা সংঘটিত করতে না পারে এজন্য রাষ্ট্রের যথাযথ ব্যবস্থা নিতে হবে।’
কুড়িগ্রাম প্রেসক্লাবের সদস্যভুক্ত ছয় সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘ ছয় সাংবাদিকের নামে হয়রানিমূলক হত্যা মামলা দেওয়া হয়েছে। অথচ তারা সেসব ঘটনার সংবাদ সংগ্রহে ব্যস্ত ছিলেন। তাদের নাম মামলা থেকে প্রত্যাহার করার অনুরোধ জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি। সাংবাদিকদের উপর জুলুম, নির্যাতন, মামলা অব্যাহত হতে থাকলে আগামীতে সাংবাদিকরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।’ বক্তারা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সকলের কাছে সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা কামনা করেন।

মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ