রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: গাজিপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। সোমবার (১১ আগষ্ট) সকাল ১১টার দিকে উপজেলা গেইটের সামনে রৌমারী-ঢাকা মহাসড়কে এ মানবন্ধন ও সমাবেম অনুষ্ঠিত হয। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত উপজেলা প্রতিনিধিরা অংশ নেন।
ঘন্টাব্যাপি চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান তারা, সাধারণ সম্পাদক শওকত আলী মন্ডল, বাংলাদেশ প্রেসক্লাবের রৌমারী উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, রৌমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিতেন চন্দ্র দাস, সাংবাদিক এসএম সাদিক হোসেন, আকতারুজ্জামান, ইয়াসির আরাফাত নাহিদ, মিজানুর রহমান মিনু, সাংবাদিক নাজিম আহমেদ, সোহেল রানা স্বপ্ন, মুরাদুল ইসলাম, সাখাওয়াত হোসেন শাখা, সাইফুল ইসলামসহ সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে পরিকল্পিতভাবে হত্যা করা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক নিরাপত্তার জন্য বড় হুমকি। দোষিদের দৃষ্টান্তমুলক শাস্তি না হলে সমাজে এর প্রভাব থেকে যাবে। এ ঘটনার দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করতে হবে। নইলে আন্দোলন চলমান থাকবে।
বক্তারা আরো বলেন, মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত নানা হুমকি-ধামকি, হামলা-মামলাসহ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এ অবস্থায় সরকারের উচিৎ হবে দ্রুত ‘সাংবাদিক সুরক্ষা আইন’ পাশ করা