সাবেক প্রতিমন্ত্রী জাকিরের অবৈধ সম্পদের অনুসন্ধনে দুদকের নোটিশ।

doinikjamalpurbarta

রৌমারী – প্রতিনিধি: সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও কুড়িগ্রামের রৌমারী-রাজিবপুর আসনের সংসদ সদস্য জাকির হোসেনের স্ত্রী ও দুই সন্তানের সম্পদের হিসাব বিবরণী চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ জুলাই) দুপুর ২টায় কুড়িগ্রাম জেলা দুদকের উপ-সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান রৌমারী উপজেলায় জাকির হোসেনের নিজ বাসভবনে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে এ নোটিশ প্রদান করেন।

দুদকের পক্ষ থেকে জানানো হয়, সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী ও সন্তানদের নামে অর্জিত সম্পদ, স্থাবর ও অস্থাবর সম্পত্তি, ব্যাংক হিসাবসহ বিভিন্ন আর্থিক লেনদেন সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার ভিত্তিতে তাদের সম্পদের বিবরণী চেয়ে এ নোটিশ জারি করা হয়েছে। নোটিশে নির্ধারিত সময়সীমার মধ্যে সব ধরনের তথ্য দাখিলের নির্দেশ দেওয়া হয়।

তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযোগ রয়েছে যে, জাকির হোসেন প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন সময়ে তার পরিবারের সদস্যদের নামে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ অর্জন করেছেন, যার প্রকৃত উৎস সন্দেহজনক। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে, বিষয়টি নিয়ে সাবেক প্রতিমন্ত্রী বা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত গণমাধ্যমে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন, এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল, আবার কেউ বলছেন, দুর্নীতির বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ সময়োপযোগী এবং অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া উচিত।

দুদকের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, প্রাথমিক তদন্তে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে পরবর্তীতে এ বিষয়ে মামলার উদ্যোগ নেওয়া হতে পারে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ