এম.এইচ.রিয়াদ : সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
আজ বৃহস্পতিবার বিকালে জেলা যুবদলের উদ্যোগে শহরের দয়াময়ী মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি হাবিবুর রহমান রতন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ প্রমুখ।
এসময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ করে বলেন বর্তমান সরকারের ব্যর্থতায় দেশে চরম অরাজকতা বিরাজ করছে। মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা অবিলম্বে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করার দাবি জানান।