সুন্দর স্বাস্থ্য সেবা গড়তে ফার্মাসিউটিক্যালস্ ম্যানেজার’স ফোরাম গঠিত।

doinikjamalpurbarta

জামালপুর প্রতিনিধি,দৈনিক জামালপুর বার্তা: সুন্দর স্বাস্থ্য সেবা গঠনের লক্ষে জামালপুরে ফার্মাসিউটিক্যালস্ ম্যানেজার’স ফোরাম গঠিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল সন্ধায় বেসরকারি হাপাতাল এম এ রশিদ হাসপাতালে পরিচিতি  অনুষ্ঠানে আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি বেনহাম ফার্মা লিমিটেডের ম্যানেজার ও বড়পীর হজরত আব্দুর কাদের জিলানী (রঃ)হাসপাতালের  ব্যবস্থাপনা পরিচালক এবিএম মাকসুদুর রহমান (সোহেলে)।

অনুষ্ঠানে কুমুদিনী ফার্মা লিমিটেডের ম্যানেজার ও সংগঠনের সাধারন সম্পাদক মো.শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন,ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা.আহম্মদ আলী আকন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন,বেসরকারি  ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার মালিত সমিতির সভাপতি হারুন অর রশিদ, সাধারন  সম্পাদক মোস্তফিজুর রহমান বাপ্পী,বিসিডিএসের  সভাপতি রমজান আলী,সিনিয়র সহসভাপতি মশিউর রহমান সাইদ,ম্যানেজার ফোরামস শেরপুর জেলা সভাপতি আনোয়ার হোসেন,ম্যানেজার ফোরাম’স জামালপুর জেলা উপদেষ্টা মনোরঞ্জন ধর,মো.ছামিউল  হক ও মো.রোকনুজ্জামান প্রমুখ।

এর আগে নব গঠিত কমিটির সকলকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ