সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে সরিষাবাড়ীতে ১৬টি গ্রামে ঈদ উদযাপন

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের সহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ীতে ১৬টি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

রবিবার(৩০শে মার্চ) সকালে পৌরসভার বলার দিয়ার মধ্যপাড়া মাস্টার বাড়ি জামে মসজিদসহ পৃথক পৃথক চারটি স্থানে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, উপজেলার বলারদিয়ার, মুলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুটিয়ারপাড়, বগারপাড়, উচ্চগ্রাম, চর লোটাবর ও করগ্রাম গ্রামের প্রায় চার শতাধিক মানুষ ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে এ নামাজে অংশগ্রহণ করেন।

ঈদুল ফিতরের নামাজ আদায় করতে আসা এক মুসল্লি জানান, সোমবার (৩১শে মার্চ) সারাদেশে ঈদ উদযাপিত হলেও প্রতিবছরের ন্যায় এবছরও সৌদি আরবের সাথে মিল রেখে আমরা একদিন আগে রোজা শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আমরা আজ রবিবার (৩০শে মার্চ) মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালন করেছি।

এবিষয়ে বলার দিয়ার জামে মসজিদের ইমাম মাওলানা আজিম উদ্দিন মাস্টার বলেন, “প্রতিবছরই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রমজানের রোজা পালন শেষে ঈদুল ফিতরের নামাজ ও ঈদ আনন্দ উদযাপন করে থাকি আমরা। মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন ঘণ্টা হওয়ায় আমরা একদিন আগে রোজা শুরু করি এবং একদিন আগে ঈদ উদযাপন করে থাকি।”

এবিষয়ে সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে সরিষাবাড়ীর কয়েকটি গ্রামের মানুষ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে রমযানের রোজা ও ঈদের নামাজ আদায় করেন। তারই ধারাবাহিকতায় আজকেও সরিষাবাড়ীতে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ