বিশেষ প্রতিনিধি: নবগঠিত রাজনৈতিক দল স্বাধীন বাংলা পাটি এসবিপি ২২/০৬/২০২৫ ইং রোববার বেলা ৩ টায় নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন জমা করেছেন সভাপতি, সাধারন সম্পাদক ও দলের নেতাকর্মীগন। একটি রাজনৈতিক দল হিসাবে ইসির সকল শর্তপূরন করে আবেদন পত্র জমা দিয়েছেন দলে সাধারণ সম্পাদক জানিয়েছেন।
স্বাধীন বাংলা পার্টির সভাপতি শাহ মোঃ শাহরিয়ার শান্ত ও সাধরণ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা এসময়ে ইসি কার্যালয়ে উপস্থিত ছিলেন, দলের প্রতিক হিসেবে চেয়েছেন বাঘ।
উল্লেখ্য, দলটি ১০ এপ্রিল আহবায়ক কমিটি ঘোষণা করেন এবং গত ১১ জুন রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংবাদিক সম্মেলনে করে দলের আত্মপ্রকাশ করেন দলটির সাথে “স্বাধীন বাংলা পাটি” নামে শাহ মোঃ শাহরিয়ার শান্ত সভাপতি ও মোঃ মুস্তাফিজুর রহমানকে সাধরণ সম্পাদক করে ৭১ সদস্যের কেন্দ্রিয় কমিটি ঘোষনা করা হয়েছিল।
স্বাধীন বাংলা পার্টির এখন পর্যন্ত ৩১টি জেলা এবং ১০২টি উপজেলায় কমিটি গঠিত হয়েছে। জেলা কমিটির মধ্যে রয়েছে, ঝিনাইদহ, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ভোলা, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, ঢাকা, ফরিদপুর, গাজীপুর, নারায়নগঞ্জ, রাজবাড়ি, শরীয়তপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, সিরাজগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, কক্সবাজার, টেকনাফ, যশোর, মেহেরপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা মহানগর উত্তর কমিটি রয়েছে।