মো: খোরশেদ আলম : ৮৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালপুর সদর থানার আওতাধীন নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।
জামালপুর সদর উপজেলার ১৪নং দিগপাইত ইউনিয়ন ৭নং ওয়ার্ডের পূর্বপাড় দিঘুলী এলাকার মৃত মতিউর রহমানের ছেলে চিহ্নিত নাজমুল হুদা (৩৭)এর কাছ থেকে গত বৃহস্পতিবার রাত এগারোটায় আদর্শ বটতলা বাজারের মতিউর রহমান মতির চা-স্টলের ভিতর থেকে গোপন সংবাদ ভিত্তিতে নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: মফিজুল ইসলামের নেতৃত্বে এস আই নূর মোহাম্মদ, এএসআই সারোয়ার আলম ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে এই মাদক ব্যবসায়ীকে আটকে সমর্থ হয়। আরও জানা গেছে, মাদকব্যবসায়ী নাজমুল দীর্ঘদিন ধরে এই এলাকা থেকে দেশের বিভিন্ন স্থানে মাদক পাচারের সাথে সম্পৃক্ত ছিলো।