মেলান্দহে প্রভাবশালীদের বিরুদ্ধে অসহায় কৃষকের জমি দখলের পায়তারার অভিযোগ।

doinikjamalpurbarta

বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান, দৈনিক জামালপুর বার্তা 

জামালপুরের মেলান্দহে এক অসহায় কৃষকের জমি দখলের পায়তারার অভিযোগ উঠেছে একদল প্রভাবশালীদের বিরুদ্ধে। এ বিষয়ে সম্প্রতি ওই ভুক্তভোগী কৃষক মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সুত্রে জানা যায় ,উপজেলার বাগবাড়ী এলাকার মৃত জবেদ আলীর ছেলে মোঃ সুরুজ্জামান এর পৈত্রিক সুত্রে পাওয়া জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলো। জমির এক অংশে তিনি ইউক্যালিপটাস বাগানও করেছিলেন।

সেই জমিটি দখলের উদ্দেশ্যে গত ২৫ সেপ্টেম্বর সকালে প্রতিবেশী প্রভাবশালী ভূমিদস্যু মোঃ সুরুজ্জামান, সোলায়মান, নজরুল ইসলাম ও ফজলুল হক কৃষক সুরুজ্জামান এর ইউক্যালিপটাস বাগান উপড়ে ফেলার চেষ্টা করে। পরে বিষয়টি জেনে ভুক্তভোগী সুরুজ্জামান বাঁধা দিতে গেলে তাকে অভিযুক্তরা আক্রমণের চেষ্টা করে। পরে তার ডাক চিৎকারে আশেপাশের মানুষরা এসে তাকে রক্ষা করেন।

পরে অভিযুক্তরা তাৎক্ষনিক ঘটনাস্থল ত্যাগ করেন ও ভুক্তভোগীকে সুরুজ্জামান জমি ছাড়তে ও প্রাণে মেরে ফেলার জন্য হুমকি দেন।

এ বিষয়ে ভুক্তভোগী সুরজ্জামান সাংবাদিকদের বলেন,আমার পৈতৃক সুত্রে পাওয়া জমি যেটি আমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসতেছি। হঠাৎ করে আজ এলাকায় ভূমিদস্য হিসেবে পরিচিত অভিযুক্তরা আমার জমিটি দখল করার পায়তারা চালায়। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।

অসহায় দরিদ্র কৃষক সুরুজ্জামান থানায় অভিযোগ দেওয়ার আগে স্থানীয়দেরকে নিয়ে এলাকায় শালিসি বৈঠকেরও আয়োজন করেন। শালিস বৈঠকেও তার জমির দলিলপত্র দেখে তারা সুরুজ্জামানের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন,এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। দুই পক্ষকে থানায় ডেকেছিলাম।এলাকার চেয়ারম্যান মেম্বার সহ সবাইকে নিয়ে বসে জমির কাগজপত্র দেখবো। কিন্ত অভিযোগকারী আসলেও বিবাদী পক্ষ আসে নি। দ্রুত সময়ের মধ্যেই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ