শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দীপ জন মিত্রকে পদায়ন করা হয়েছে। ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে ০৫.৪৫.০০০০.০০৬.১৯.০০১.২৩ নং স্মারক মূলে জারি করা বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন মোতাবেক এই তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে , বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তার নামের পাশে উল্লিখিত পদে বদলি/পদায়ন করা হলো। সে মোতাবেক নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দীপ জন মিত্রকে পদায়ন করা হয়েছে।
এর আগে, ৬ অক্টোবর রোববার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ হতে জারি করা এক প্রজ্ঞাপন মোতাবেক ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর দীপ জন মিত্রকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পরবর্তী পদায়নের জন্য ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।
তথ্য মতে, সদ্যপদায়নকৃত নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র ৩৫ তম বিসিএস-এ চূড়ান্ত মনোনিত হয়ে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি সর্বশেষ ২০২২ সালের ২২ জানুয়ারি হতে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা, জেলা ভূমি সেবা ও পরামর্শ কেন্দ্র) হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, দীপ জন মিত্র ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা। তিনি দ্রুত সময়ের মধ্যে শেরপুর জেলার নকলা উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন।