নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা : ” দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা “- এই প্রতিপাদ্যে
অদ্য (৯ ডিসেম্বর) বেলা ১০:০০ ঘটিকায় জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাছিনা বেগম (জেলা প্রশাসক), জামালপুর; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা(পুলিশ সুপার) জামালপুর ; জনাব অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী-সভাপতি(জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি) জামালপুর ; জনাব শামীমা খান-সভাপতি(সচেতন নাগরিক কমিটি) জামালপুর ; আলোচনা সভার সভাপতি জনাব মলয় কুমার সাহা-পরিচালক(দুর্নীতি দমন কমিশন) সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর।
সভায় দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়। যুবকদের জন্য দুর্নীতি দমনের প্লাটফর্ম। যুবসমাজ দেশের মধ্যে দুর্নীতি মোকাবেলার সক্ষমতা রাখে। তাদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা আংশিকভাবে সমাজে দুর্নীতি নির্মূলে সাহায্য করে।
সর্বজনীন বার্তা :
দুর্নীতি সম্পর্কে অভিযোগ করুন।
“দুর্নীতিকে প্রতিরোধ করুন, দেশকে রক্ষা করুন”।