নিজস্ব প্রতিনিধ : ‘শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’ প্রতিপাদ্যে জামালপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ফেব্রুয়ারি) জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞ জেলা প্রশাসক হাছিনা বেগম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিচালক (বিভিএম-পিভিএমএস) মোহাম্মদ আবদুল আউয়াল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা,৩২ আনসার ব্যাটালিয়ন নালিতাবাড়ী,শেরপুর পরিচালক সারোয়ার জাহান চৌধুরী (বিভিএম-পিভিএমএস), ২৬ আনসার ব্যাটালিয়ন নেত্রকোনা পরিচালক মোহাম্মদ আছলাম সিকদার (বিভিএম-পিভিএমএস), ৩৫ আনসার ব্যাটালিয়ন জামালপুর পরিচালক, কর্ণেল হাসানুর রহমান (বিভিএম-পিভিএমএস), পরিচালক অবসর আনসার ব্যাটালিয়ন ময়মনসিংহ জামালপুর সিভিল সার্জন ডা:মো: সাব্বির,জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার সহ প্রমূক।
এ সময় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও আনসার ভিডিপির সদস্যগণ উপস্থিত ছিলেন।
জেলা আনসার ভিডিপি কার্যালয়ে প্রধান অতিথিকে গার্ড অনার প্রদানের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম।
প্রধান অতিথির বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর মধ্য দিয়ে জেলা সমাবেশের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি জামালপুর জেলা সমাবেশে তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত বাহিনী।
যা মূলত যুব সমাজকে কেন্দ্র করে পরিচালিত হয়। যুবসমাজ আমাদের দেশের সবচেয়ে বড় নিয়ামক শক্তি। তারুণ্যের এই শক্তিকে কাজে লাগিয়ে দেশ ও জনগণের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি আমাদের একান্ত কাম্য।
তিনি আরও বলেন, গতানুগতিক চাকরির পেছনে না ছুটে আনসার ভিডিপির মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে সকলকে কর্মমুখী ও আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।