মোঃ খাদেমুল ইসলাম দেওয়ানগঞ্জ প্রতিনিধ :
১৬ এপ্রিল রাতে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন৷ সংবাদ সম্মেলনে বলা হয় ১৩তারিখ প্রকাশিত পত্রিকায়, দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম আহবায়ক সম্পর্কে যে তথ্য পরিবেশিত হয়েছে সেটি মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।
যেই সংবাদের বাস্তব কোন ভিত্তি নেই। যুবদলের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই পরিকল্পিতভাবে সংবাদ পরিবেশন করা হয়েছে। সংবাদ সম্মেলনে সেই সংবাদের তীব্র নিন্দা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু শ্যামল চন্দ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন,পৌর বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুহেল,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আল মামুন, বিএনপির দপ্তর সম্পাদক আল আমিন বিন ওমর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ প্রমুখ। এ সময় বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ বিএনপির দলীয়
অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।