মোঃ ফরহাদ রেজা,দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ির অথেনটিক সেন্ট্রাল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) অথেনটিক সেন্ট্রাল স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশন কর্তৃক আয়োজন উপলক্ষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক এবং সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সাবেক সিনিয়র শিক্ষক আলহাজ্ব সামছুল হক মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব জিয়াউল ইসলাম জিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক ও তারাটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাশেম মাস্টার , চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুর রহমান, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব বক্ত জামান, সানন্দবাড়ী অথেনটিক সেন্ট্রাল স্কুলের পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সবুর, অভিভাবক সদস্য দেলোয়ার হোসেনসহ অনেকেই।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধীজন আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সনদ, বৃত্তি, ক্রেস্ট,মেডেল ও নগদ অর্থ প্রদান করেন অতিথিবৃন্দ।
বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মোস্তাইন বিল্লাহ জানান, অত্র বিদ্যালয়ের নার্সারি থেকে পঞ্চম শ্রেণির প্রায় ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলো বৃত্তি পরীক্ষায়। এর মধ্যে ১২ জন টেলেন্টপুল,৩২ জনকে সাধারণ গ্রেড, মোট ৪৪ জনকে নগদ অর্থ আর সনদপত্র প্রদান করা হয়।