শাকিল হোসেন জামালপুর
জামালপুর শহরের পলাশগড়ে পৌরসভার রাস্তা বন্ধ করে রিক্রিয়েশন ক্লাব গড়ে তোলার প্রতিবাদে এবং ক্লাবটি বন্ধ করে রাস্তা মুক্ত করার দাবিতে আজ ৮( সেপ্টেম্বর ) রবিবার সকালে জামালপুর জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে পলাশগড় গ্রাম সহ আশেপাশের কয়েক গ্রামের বাসিন্দারা ।
একসময় পলাশগড় দক্ষিণপাড়া ৩ রাস্তা মোড় হতে বিশ্বরোড় এর সাথে সংযুক্ত পৌরসভার একটা রাস্তা ছিলো । রাজনৈতিক প্রভাব খাটিয়া তৎকালীন আওয়ামীলীগ নেতারা সেই রাস্তাটির মাঝখানে ১৪ ফিট বাউন্ডারি করে সেই রাস্তাটি বন্ধ করে সেখানে রিক্রিয়েশন ক্লাব স্থাপন করে । এলাকাবাসি তখন প্রতিবাদ করলেও নেতা কর্মী ও রিক্রিয়েশন ক্লাব কর্তৃপক্ষ সেটা না মেনে বাউন্ডারি করে ।
এখন পূর্বের মতো সেই রাস্তা দিয়ে চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য বাউন্ডারি ভেঙ্গে রাস্তা করার দাবি জানিয়ে মানববন্ধন করে এলাকাবাসি । মানববন্ধনে বক্তব্য রাখেন পলাশগড়, বামুনপাড়ার সন্তান মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, সহকারী অধ্যাপক আবদুল হাকিম, ব্যবসায়ী আপেল মাহমুদ সহ পালাশগড় স্পটিং ক্লাবের প্রতিষ্ঠা উপদেষ্টা রাজু আহমেদ ।
বক্তারা তাদের বক্তব্যে রাস্তা উন্মুক্ত করার দাবির সাথে রিক্রিয়েশন ক্লাবের ভাবন গুলো সরকারি জায়গায় নির্মাণ হওয়ায় সেগুলো সরকারী ভাবে দখল নিয়ে সেখানে কর্মসংস্থান বা শিক্ষাপ্রতিষ্ঠান করার দাবি যানান ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করলে জেলা প্রশাসক এর প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস এলাকাবাসি দের সাথে কথা বলেন এবং আশ্বাস দিয়ে বলেন যাচাই বাছাই শেষে বাউন্ডারি ভেঙ্গে রাস্তার করে দেওয়া হবে।