নিজস্ব প্রতিনিধি জামালপুর
বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের অধিকার এখানে এখনই প্রকল্পের জামালপুর জেলা সদরে দিন ব্যাপী ‘গাছের চারা বিতারন ক্যাম্পেইন কর্মসুচী করা হয়েছে।’ সংস্থার “অধিকার এখানে, এখনই” প্রকল্প -২ এর সহযোগিতায় মঙ্গলবার দিন ব্যাপী এ কর্মসুচী আয়োজন করা হয়।
চারা বিতারনের এ কর্মসূচী অনুযায়ী পৌরসভার বেলটিয়া উচ্চ বিদ্যালয়,শরিফপুর ইউনিয়নের শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আম, কাঁঠাল ও নিম গাছের চারা বিতরণ করা হয়।
চারাগাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি।
এসম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক “অধিকার এখানে, এখনই” প্রকল্পেরএরিয়া কো- অডিনেটর মোঃ জিল্লুর রহমান,জেলা সমন্বয়ক আহম্মেদ ওমর ফারুক, বেলটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান,বেলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আক্তার শিরিন,শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন পারভীন, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিরুল ইসলাম, ব্র্যাক অধিকার এখানে এখনই প্রকল্পের জেলা ইয়ুথ মোবিলাইজার মোছাঃ কাকলি আক্তার, অফিসার সেলপ অফিসার মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
এখানে সকল ইয়ুথ ভলেন্টিয়াররা ব্র্যাক ভিও সদস্য সহ প্রায় ২০০ সদস্যর মাঝে ৫০০ গাছের চারা বিতরণ করা হয়।
এছাড়াও বেলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫টি, শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০০টি,শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ টিসহ মোট ৫ শত ২৫টি চারা বিতরণ স্কুলগুলোতে কিছু চারা রোপন করে দেওয়া হয়।।