নিজস্ব প্রতিনিধি জামালপুর :
জামালপুরে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের আমির্ত্তী এলাকায় গিয়াস উদ্দিন আকন্দের বাড়ি থেকে ছাইদুর রহমানের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার নতুন পাকা রাস্তা।এ রাস্তার ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে গেল সপ্তাহের প্রথম দিকে।কিন্তু সপ্তাহ পার না হতেই রাস্তা থেকে পিচ ওঠে যাচ্ছে। ব্যবহার করা হয়েছে নিম্ম মানের সামগ্রি। বুধবার সরেজমিনে গিয়ে এমন চিত্র পাওয়া গেছে ওই এলাকায়।এ ব্যাপারে ঘোষেরপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবুল কালাম আজাদ,ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলামস,লুৎফর রহমান,দুদু মিয়া,নুর হোসেন ও মোকছেদ আলীসহ এলাকাবাসিরা বলেন,দীর্ঘদিনের অবহেলিত রাস্তাটি’র ৫০০ মিটারের মতো পাকা করনের কাজ পান উজ্জল নামের একজন ঠিকাদার।গত ৫ আগষ্ট সরকার পতনের পরে কাজটি শেষ করার জন্য দায়িত্ব নেন মমিন নামে একজন ঠিকাদার। তিনি কাজটি পাওয়ার পর তড়িঘরি কাজ শেষ করে ফেলেন নিম্ম মানের সামগ্রি ব্যবহার করে।বাঁশ দিয়ে করা হয়েছে পেলা সাইটিংয়ের কাজ।রাস্তাটি নিম্ন মানের হওয়ায় সপ্তাহ নাযেতেই পিচ ওঠে যাচ্ছে রাস্তা থেকে।এলাকাবাসি এলজিইডি মেলান্দহ উপজেলার দায়িত্ব প্রাপ্তদের সুদৃষ্টি কামনা করেছেন ওই রাস্তাটির সরেজমিন করতে।এ ছাড়া ওই রাস্তা ঠিক করার আগ পর্যন্ত ঠিকাদারী প্রতিষ্ঠানকে বিল না দিতে এলাকাবাসি এলজিইডি’র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।
এ ব্যাপারে রাস্তার ঠাকাদর মমিনুর রহমান বলেন,ওইএলাকার মানুষের চাপাচাপিতে রাস্তাটির ভাল মানের কাজ করতে না পেরে রাগাস্বিত হয়ে এসে পড়েছি। তবে তিনি রাস্তার কাজ ঠিক করে দিতে চেয়েছে। এলজিইড মেলান্দহ উপজেলা প্রকৌশলী সুভাষীশ রায়, রাস্তাটির কাজ নিম্নমান হওয়ার খবর তিনি পেয়েছেন,তবে ওই রাস্তার কাজ ঠিক করে দিলেই বিল উঠাতে পারবেন ঠিকাদারী প্রতিষ্ঠান বলে জানিয়েছেন।