নবাগত পুলিশ সুপার কর্তৃক জামালপুর সদর ট্রাফিকের সকল অফিসার ও ফোর্সদের নিয়ে বিশেষ রোলকল অনুষ্ঠিত।

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা জামালপুর :

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামালপুর জেলার ট্রাফিক ব্যবস্থাপনা ও সকল অফিসার ও ফোর্সদের সার্বিক অবস্থা কর্মক্ষেত্রে সূদৃঢ় মনোবল ও কর্মস্পৃহা বৃদ্ধি’র লক্ষ্যে বিভিন্ন বিষয়ে ব্রিফিং করা হয়।

ব্রিফিং করেন জামালপুর জেলার নবনিযুক্ত সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।

নবাগত পুলিশ সুপার মহোদয় নতুন উদ্যমে জেলা পুলিশের সকল সদস্যকে কাজ শুরু করার আহবান জানান। জনগণের জানমালের নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় ও শহরের ট্রাফিক শাখায় নতুন উদ্যমে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান ও বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব সোহেল মাহমুদ পিপিএম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ট্রাফিকে কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ