Search
Close this search box.

ভয়াবহ নদী ভাঙ্গনে নিজেদের শেষ অস্তিত্ব রক্ষায় নদীতে বাঁশ ও জিও ব্যাগ দিয়ে ভাঙ্গন রোধের চেষ্টা করছেন গ্রামবাসি ।

doinikjamalpurbarta

শাকিল হোসেন জামালপুর :

তীব্র নদী ভাঙ্গনে নদী গর্ভে হারিয়ে গেছে গোটা একটি গ্রামের ২ কিলোমিটার পাকা রাস্তা ও ৩ শতাধিক ঘরবাড়ি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা সহ ২০০ একর এর ও বেশি ফসলি জমি। স্থানীয় দের অভিযোগ নদীতে কোন বাঁধ না থাকায় নদী ভাঙ্গনের শিকার হয়ে আসছে বছরের পর বছর।

 

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ১ নং চর পাকেরদহ ইউনিয়ন এর যমুনা নদী তীরবর্তী গ্রাম পাকরুল। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পওয়ায় কয়েক মাসের মধ্যে নদীগর্ভে বিলিন হয়ে গেছে পারুল গ্রাম। এতে করে বসতবাড়ি হারিয়ে গৃহহীন হয়ে পড়েছে পাকরুল গ্রামের বাসিন্দারা। কেউ কেউ আবার আশ্রয় নিয়েছে অন্যের জমিতে ।

ভুক্তভোগী স্থানীয়দের অভিযোগ জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা দের কাছে নদী ভাঙ্গন রোধে স্থায়ী ভাবে টেকশই বাঁধ নির্মাণের অনুরোধ জানালে তারা শুধু আশ্বাস দেয় কিন্তু কাজের কোন অগ্রগতি দেখে না এলাকাবাসি।
তাই পনি উন্নয়ন বোর্ড সহ জনপ্রতিনিধি দের কাছে বারং বার স্থায়ী বাঁধ নির্মাণে অনুরোধ করেও ব্যার্থ হয়ে নিজেদের শেষ অস্তিত্ব রক্ষায় নিজেরাই বাঁশ ও জিও ব্যাগ দিয়ে ভাঙ্গন রোধের চেষ্টা করছে এলাকাবাসি ।

এই বিষয়ে ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বদরুল আলম এর কাছে তার পদক্ষেপ এর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন

আমি মাঝে মধ্যেই পারুল গ্রামে যাই নদী ভাঙ্গনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। এলাকাবাসির নিজ উদ্যোগে নদী ভাঙ্গন রোধে আমি ১২০০ ব্যাগ জিও ব্যাগ এর ব্যাস্থাও করেছি এবং আমি বাঁধ নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত । সংবাদ কর্মীদের মাধ্যমে আমি অন্তবর্তীকালীন সরকার এর কাছে অনুরোধ করবো সরকার যেন পাকরুল গ্রামে সু দৃষ্টি দেয় ।

 

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ