মাদারগঞ্জে মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ।

doinikjamalpurbarta

আবু রায়হান,মাদারগঞ্জ প্রতিনিধি,দৈনিক জামালপুর বার্তা :

জামালপুরের মাদারগঞ্জে অধ্যক্ষের পদত্যাগের দাবীতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  নুরুন্নাহার মির্জা কাশেম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মরিয়ম বেগম এর পদত্যাগের দাবীতে  বুধবার দুপুরে মাদারগঞ্জ পৌরসভার পুরাতন ভবনের সামনে থেকে কলেজ প্রাঙ্গণ পর্যন্ত বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে ছাত্র-জনতা।  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে ছাত্র-জনতার পক্ষে কলেজের শিক্ষকদের মিলনায়তনে  বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহাদ হোসেন,  সিনিয়র যুগ্ম-আহবায়ক রাকিবুল ইসলাম বকুল, যুগ্ম-আহবায়ক মোস্তাফিজুর রহমান হারুন প্রমুখ। এ সময় অত্র কলেজের দায়িত্বরত কয়েকজন শিক্ষক ছাত্রদল নেতাদের প্রশ্নের জবাব দেন।   এসময় ছাত্র জনতাসহ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ