বাংলাদেশ খেলাফত মজলিস, জামালপুর জেলা শাখার গণ সমাবেশ অনুষ্ঠিত।

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা :

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যার বিচারের দাবী এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে বাংলাদেশ খেলাফত মজলিস, জামালপুর জেলা শাখার গণ সমাবেশ অনুষ্ঠিত।

আজ(বৃহস্পতিবার) জেলার সিংহজানী বহমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শাইখুল হাদীস ইবনে শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ,মাওলানা আতাউল্লাহ আমীন,খেলাফত মজলিস বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানত জালালী,সহ বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের জামালপুর জেলা শাখার আহ্বায়ক হাফেজ মাওলানা মুহাম্মদ আলী খান।আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ