জামালপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আতিক সাংবাদিকদের মতবিনিময় সভা।

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা :

অদ্য ৩০ সেপ্টেম্বর সোমবার  সন্ধ্যায়  সাড়ে ৭টায় জামালপুর মডেল প্রেসক্লাবের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মাদক, চুরি ও ছিনতাই রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন ওসি ফয়সাল আতিক ।

আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকর্মীদের সহযোগিতার অনুরোধ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি ২৩ সেপ্টেম্বর রাতে থানায় যোগদান করেছি।
যোগদানের পর থেকে এ থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি আমার পুরো টিমকে সাথে নিয়ে সক্রিয়ভাবে কাজ করবো।

জামালপুর সদর থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সকলের সহযোগিতা প্রয়োজন। মাদক, চুরি, ছিনতাই ও জুয়ার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। আশা করি পুলিশ, সাংবাদিক ও জনগণ মিলে-মিশে কাজ করলে সমাজ থেকে সব ধরনের অপরাধ কমে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন- জামালপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান সহ-সভাপতি মোঃসুজাউদ্দৌলা সুজন,সিনিয়র সাংবাদিক আবুল কাশেম,কামাল হোসেন,আল আমিন,শাকিল হাসান, মোঃ জাহাঙ্গীর আলম সহ প্রমুখ।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ