শ্রীবরদীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের।

doinikjamalpurbarta

রেজাউল করিম রাজু, শেরপুর :

শেরপুরের শ্রীবরদীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে উসমান বিন মঈনদ্দিন (৪৫) নামের এক মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন ভোক্তভোগি শিশুটির পিতা।

৩০ সেপ্টেম্বর সোমবার সকালে শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়।
মো: উসমান বিন মঈনদ্দিন শ্রীবরদী সদর ইউনিয়নের ধীয়ারচর গ্রামের মৃত মাইনদ্দিনের ছেলে ।
মামলা সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার শিশু শিক্ষার্থী (১২) স্থানীয় আল উসমান কওমী মাদরাসায় পড়াশোনা করে। মো. উসমান বিন মঈনদ্দিন ওই মাদরাসার প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা। ২৫ সেপ্টেম্বর বুধবার বিকালে মো. উসমান বিন মঈনদ্দিন ওই শিক্ষার্থীকে ইলেকট্রিক্যাল প্লাস ও টেস্টার নিয়ে তার কক্ষে যেতে বলেন। নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী কক্ষে ঢুকার পর দরজা বন্ধ করে দিয়ে থাকে ধর্ষণের চেষ্টা করে। পরে ওই শিক্ষার্থীর চিৎকারে আশেপাশের লোকজন আসলে কৌশলে পালিয়ে যান মো. উসমান বিন মঈনদ্দিন। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টাও করা হয়। ৩০ সেপ্টেম্বর সোমবার মো. উসমান বিন মঈনদ্দিনের নামে মামলা করেন ওই ভোক্তভোগি শিশুটির পিতা। এ বিষয়ে অভিযুক্ত মো. উসমান বিন মঈনদ্দিনের বক্তব্য নেওয়ার জন্য মাদরাসা ও বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। অভিযুক্ত মো. উসমান বিন মঈনদ্দিনের মুঠোফোনে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় শ্রীবরদী থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি মো. আনোয়ার জাহিদ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
এদিকে ৩০ সেপ্টেম্বর সোমবার বিকালে এলাকাবাসীর আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে অভিযুক্ত মো. উসমান বিন মঈনদ্দিনকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি করেন বিক্ষোভকারীরা।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ