নিজস্ব প্রতিনিধি শেরপুর,
ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভেয়ার ও সমমান পদে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। কিন্তু দীর্ঘদিন ধরে তারা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন। একই সমমানের প্রকৌশলীরা ১০ম গ্রেডে কর্মরত থাকলেও ১৪, ১৫ ও ১৬তম গ্রেডে চাকরি করছেন সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীরা। তাই চাকরি ১০ম গ্রেডে উন্নিত করার দাবিতে শেরপুরে অবস্থান ধর্মঘট পালন করেছে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবয়ন পরিষদ।
১ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে তারা এ কর্মসূচি পালন করে। অবস্থান ধর্মঘটে জেলার বিভিন্ন দপ্তরের সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অংশ নেয়। ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর সকাল ৯টা-দুপুর ১টা পর্যন্ত তারা অবস্থান ধর্মঘট পালন করবে বলে জানা যায়।
এসময় তারা জানান, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সার্ভেয়িং ডিপ্লোমাধারীগণ ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণ, সড়ক, মহাসড়ক, ব্রীজ, কালভার্ট, নদী/খাল খনন, বাঁধ, নির্মাণসহ টপোগ্রাফিক জরীপসহ সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের সকল উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কারিগর হিসেবে বিভিন্ন দপ্তরে সার্ভেয়ার/সমমানের পদে কর্মরত থেকে সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিগত ২৩/০২/১৯৮৯ খ্রিঃ শিক্ষা মন্ত্রণালয়ের নাঃশাঃ৫/১০এম-৬/৮৯/১৭৮/১(১৭) নং স্মারকের প্রজ্ঞাপনমূলে সকল মন্ত্রণালয়/বিভাগকে তাঁহাদের অধীনস্থ অফিস সমূহে অন্যান্য সকল ডিপ্লোমার ন্যায় ৩ বছর (বর্তমান ৪ বছর) মেয়াদি ডিপ্লোমা-ইন-সার্ভেয়িং টেকনোলজিকে সমবেতন স্কেল ও পদ-মর্যাদা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
১৯৯৪ সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়) ১৬৪ নম্বর প্রজ্ঞাপনের এবং ০১-১২-১৯৯৪ তারিখের প্রকাশিত বাংলাদেশ গেজেটে সরকারের সকল মন্ত্রণালয়/বিভাগকে তাঁহাদের অধীনস্থ অফিস সমূহে উপ-সহকারি প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারীদেরকে ২য় শ্রেণির পদমর্যাদা ও বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করা হলেও সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত সার্ভেয়ার/ সমমানের পদে সরকার নির্ধারিত গ্রেডের কয়েক ধাপ নিচে ১৪/১৫/১৬ গ্রেডে নিয়োগ দেয়া হচ্ছে, যা সম্পূর্ণ বৈষম্যমূলক।
কারিগরি শিক্ষা অধিদপ্তর ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি পাশকৃতদের পদমর্যাদা ও বেতন স্কেল অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়াদের ন্যায় বৃদ্ধির সুপারিশ প্রদান করলেও আজও তা বাস্তবায়ন হয় নাই। বর্তমান সময়ে প্রযুক্তির সান্নিধ্যে থেকে বাস্তবমুধী কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়তে থাকলেও দেশের সবচেয়ে প্রাচীনতম সার্ভেয়িং টেকনোলজির ডিপ্লোমাবাধীগণের ব্যাপারে সরকারের উদাসিনতা অত্যন্ত দুখঃজনক।
বৈষম্য নিরসনে ১৯৯৪ সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়) ১৬৪ নম্বর প্রজ্ঞাপন এবং ০১-১২-১৯৯৪ তারিখের প্রকাশিত বাংলাদেশ গেজেটের আলোকে সরকারের মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য সকল ডিপ্লোমা ডিগ্রিধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে আমাদের দীর্ঘদিন ধরে আন্দোলন, সংগ্রাম অব্যাহত রয়েছে।
তারা আরো জানান, অনতিবিলম্বে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) উত্তীর্ণদের চাকরিক্ষেত্রে সার্ভেয়ার/ সমমান পদে কর্মরতদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করতে হবে, অন্যথায় বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ লাগাতার কঠোর কর্মসূচি দেবে।
অবস্থান ধর্মঘটে শেরপুর সড়ক বিভাগ সার্ভেয়ার মোঃ আব্দুল্লাহ আল মামুন, শেরপুর জেলা প্রশাসক কার্যালয় সার্ভেয়ার মোঃ আলী হোসেন, শেরপুর সদর সহকারি কমিশনা ভূমি অফিস সার্ভেয়ার রনি ভৌমিক, সার্ভেয়ার মোঃ সাইদুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুল মোনাফ প্রমুখ উপস্থিত ছিলেন।