নিজস্ব প্রতিনিধি,শেরপুর দৈনিক জামালপুর বার্তা :
দুই দিনের টানা বারি বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের চেল্লাখালি ও ভোগাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নালিতাবাড়ী উপজেলার ভোগাই ও ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর পানি বেড়ে গিয়ে নিম্নাঞ্চল সমূহ প্লাবিত হয়েছে। ঝিনাইগাতীর মহারশি নদীর বিভিন্ন জায়গায় বাধ ভেঙে ও পানির উচ্চতা বৃদ্ধির কারণে পাড় উপচে উপজেলা সদরের বাজারসহ বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গেছে। বসত -বাড়িতে প্রবেশ করেছে পানি। এছাড়া নালিতাবাড়ীর ভোগাই নদীর বাধ ভেঙে এলাকায় পানি প্রবেশ শুরু করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
শেরপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, নালিতাবাড়ীর চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ৫২৫ সেন্টিমিটার উপর দিয়ে ও ভোগাই নদীর পানি বিপদসীমার ৫৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একইসাথে বেড়েছে মহারশি, সোমেশ্বরী, মৃগী ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় শেরপুরের ঝিনাইগাতীতে বৃষ্টিপাত হয়েছে ৩২০ মিলিমিটার। চলমান পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত থাকলে জেলার আমন আবাদি ফসল ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে বলে জানিয়েছেন কৃষকরা।